স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলা, অনিয়ম ও দুর্নীতি রোধে একাধারে কয়েকটি আইন করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বিদ্যমান বিভিন্ন নীতিমালা দিয়ে কাজ না হওয়ায় নতুন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবার আইনের আওতায় এ খাতকে ঠিক রাখার দিকে নজর দিয়েছেন। এ ছাড়া ৪০-৫০ বছরের পুরনো কোনো কোনো আইন ও বিধি সময়োপযোগী করারও উদ্যোগ রয়েছে মন্ত্রণালয়ের। জনস্বাস্থ্য খাত নিয়ে কাজ করা বিভিন্ন পর্যায়ের পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাস্থ্য খাতে নানা রকম অনিয়ম-দুর্নীতির ঘটনা ও অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে এ খাতে সরকারি...

